চলন্ত ট্যান্কের সামনে নগ্নদেহে
যে যুবক আর্দশকে আলিঙ্গন করে
প্রিয় জীবন তুচ্ছ ভেবে প্রতিবাদে
সাহসের পরিচয় দেয়।
আমি তাকে তাবৎ বিশ্বের গনতন্ত্রের
প্রতিক হিসেবে অভিবাদন জানাই।
কি বিস্ময়কর গনতন্ত্র রক্ষার উন্মাদনা ;
অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেঙ্গে
ইস্তাম্বুলের গনতন্ত্রের পীচঢালা পথে
যখন সাম্রাজ্যবাদীদের ইশারায় জলপাই
রংয়ের পোষাকে সজ্জিত দেশের
স্বাধীনতা রক্ষার প্রতিক বিপথগামী
যোদ্ধারা গনতন্ত্র হরনের নেশায় মত্ত
হয়ে সাজোয়া ট্যান্ক নিয়ে চুপিসারে
বেরিয়ে পরে; ঠিক সেই সময় কোন ঘোষনা কিংবা
ইশতেহারের অপেক্ষা না করে তোমার
গগ্নদেহে চলন্ত ট্যান্কের সামনে বিপ্লবী প্রতিবাদ;
পৃথিবীর সাহসীদের সাহসকে আরও গতিশীল করে তোলে।
কিভাবে যে তোমাকে অভিনন্দন
জানাবো তাবৎ বিশ্বের গনতন্ত্র রক্ষার
হে বিপ্লবী !
সেই ভাষা পৃথিবীর কোন অভিধানে
খুঁজে পাবো তা আমার জানা নেই ।
তবু বলি হে যুবক তোমাকে
যারাই ধারন করবে ব্যাক্তি কিংবা দেশ ;
পরাজয় অথবা ব্যার্থতা কাকে বলে তা
কখনো তাদের স্পর্শ করতে পারবেনা।


১৬ জুলাই ২০১৬
প্যারিস ,ফ্রান্স।