আমি অনুভব করি
ঝিঁঝিঁ পোকার  বিরামহীন ছন্দময় ডাক।
অনুভব করি শীতের স্নিগ্ধ সকাল,
পলেপলে অনুভূত হয় নদীর কলতান।
অবলীলায় হারিয়ে যাই
আমার কোলাহলপূর্ণ
সোনালী কৈশরের ছুটে চলায়।
বর্ষায় চারিদিকে ব্যাঙের অবিশ্রান্ত ডাকে
আমিতো খুঁজি
আমার বেড়ে ওঠা জন্মভূমির
পবিত্র জমিন।


প্যারিস, ফ্রান্স।
০১ নভেম্বর ২০২৩