প্রকৃতির সাথে মানুষের কোনরূপ বোঝাপড়া
হয়নি কখনো; তাই, বুঝি অস্থির এ প্রকৃতির
ছেলেখেলা মানুষেরা ঘুণাক্ষরে বুঝতে পারে না।
নীরিহ মানুষ অবিরাম যুদ্ধ করে মায়াময়
জীবন-নদীর পাড়ে অতিশয় নীরবে নিশ্চুপে।
মানুষেরা প্রেম খোঁজে মানুষের কাছে অহর্নিশি;
ফিনকিফোটা জ্যোস্নাময় বালুচরে বেচাকেনা করে,
বিরংসাহীন, অদ্ভুত কষ্টময় জীবন যাপন।
সভ্যতার ইট-বালি, পাথরের বুকে বৃক্ষহীন
ভালোবাসা খুঁজে ফেরে! নিরন্তর কঠিন সময়
হচ্ছে প্রবাহিত পৃথিবীর মানুষের অন্তর্মূলে।
উর্ধ্বশ্বাসে ছুটে চলে তারা সবকিছু ফেলেফুলে-
ফলন্ত বৃক্ষের ছায়া, উর্বর মৃত্তিকা, নদী-জল,
বিহঙ্গের সুর; সব ভুলে উল্টোরথে ছুটে চলে...


৩০/০৮/২০২২
মিরপুর, ঢাকা।