সুখের শ্রাবণ ধারা ঝরে অনর্গল
হলুদ সন্ধ্যাবেলায়। স্নিগ্ধ উষ্ণতায়
বিহঙ্গের কোলাহল, শীষমুখী ফসল,
শাপলাবিল নেচে ওঠে পূবালী হাওয়ায়।
বৃষ্টির বিলাস শেষে যুবতী ফসল
ভোরের মোহিনী সাজে দিশেহারা হয়!
শ্রাবণ-উদাসী মন অধীর চঞ্চল
হয়ে, মৃদুমন্দ দখিনা হাওয়ায় বয়।


তোমার নয়নে দেখি, টেরাকোটা কাজ;
অরূপ শিল্পের স্পর্শ, তীব্র উষ্ণায়ন।
বিহ্বল বৈরী সময় গনগনে আজ,
পুড়ে যায় ঝর্ণাধারা, মেঘেদের বন।
তখন, কিশোরী মেয়ে, দুই ডানা মেলে
খোয়াবের মাঝে এসে কানামাছি খেলে!


৩০/০৮/২০২২
মিরপুর, ঢাকা।