অপার মহিমাময় তুমি, হে আল্লাহ!
আমায় দিয়েছো ডাক সৃষ্টির প্রাক্কালে;
এতোদিন পরে সাড়া দিলাম তোমার করুণায়।
ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো;
ক্ষমা করো রাশিরাশি অতীত ভুলের ঘৃণ্য-পাপ;
শুদ্ধ করো দুষ্টু মন, দূর করো সব মনস্তাপ।
ইসমেআজম রৌশনী দাও আজকে তুমি
আমার প্রাণের রুদ্ধ ঘরের আন্ধার চেতনায়।
দৃঢ় চিত্তে বলি আজ- 'হে প্রভু, অসীম দয়াময়!
হাজির, হাজির আমি তোমার অপার ছায়াতলে।
ভুবনে একক সত্ত্বা, অংশীদারহীন;
সব প্রশংসা তোমার; কায়ঃমনে করেছি স্বীকার।
এই ফুল, এই ফল, এই আলো, এই জল সকল তোমার।
প্রাণশক্তির বাতাস, ফসলীয়া জমির উর্বরা,
যতো ভোগের সামগ্রী, তা তোমার করুণার দান।
চাঁদ-তারা-গ্রহ, স্নিগ্ধ আকাশ-জমিন,
একক মালিক তুমি, তুমিই যে মহা-শক্তিধর।
আমি হাজির হয়েছি তোমার দরবারে,
অতি ক্ষুদ্র, রিক্ত-নিঃস্ব করুনার লাগি'।
আমাকে গ্রহণ করো প্রেমাস্পদ প্রিয়তম মম।
আমি হাজির হয়েছি তোমার দুয়ারে নিঃস্ব ভিক্ষুকের সম।
দান করো, দান করো তোমার করুণা,
হে করুণাময়! করো বিকশিত চেতনা আমার;
তোমার অপার আলো-বিচ্ছুরণ দিয়ে'।


০৮/০৯/২০১৩
হজ্জব্রত পালনের উদ্দেশ্য
ঢাকা-জেদ্দা ফ্লাইট নম্বর- বিজি-৫০১৫।