হেমন্তের শেষবেলা, নরম রোদের
হলুদ-লালের মাঝে শেষ চুম্বনের
বর্ণীলতা ঝরে পড়ে; জীবন বোধের
রোমাঞ্চকর সময় নীল আগুনের
প্রদীপ্ত শিখার মতো; পোয়াতী ধানের
মোলায়েম ছোঁয়া লাগে কৃষকের মনে-
প্রথম বাসর রাতে সুরেলা গানের
মিষ্টি মধুর ঝংকার উঠে শুভক্ষণে।

এমন হেমন্ত দিনে তুমি আমি মিলে
ভাসাবো তরণী, সাঙ্গ করি লেনাদেনা;
এই জীবনে যাহা গড়েছি তিলে তিলে,
সব কিছু থুয়ে হবো আমরা অচেনা;
পড়ে রবো অনন্তকাল বৃক্ষসভায়,
ঝরা পাতার দুঃখ নিয়ে নিঃসঙ্গতায়।

১২/১১/২০১৫
মিরপুর, ঢাকা।