সরকারী রাস্তা খোঁড়াখুঁড়ির মতো
প্রতিনিয়ত খুঁড়ে যাচ্ছো হৃদয় আমার;
উলট পালট করে যাচ্ছো ভাবনার জমিন।
নিপাট জীবন ছিলো আকাশের মতো
এক চিলতে নীলের কারুকাজ,
সেথায় তুমি মোহের কোদালে
প্রতিদিন খুঁড়ে যাও সুচতুর কৌশলে,
ক্ষত বিক্ষত হচ্ছে আমার হৃদয়।

আমার নীলের মাঝেই ছলনের ছলে
সন্ধ্যাকাশের কষ্টের লালিমা ছড়িয়ে দাও।
এখনই বুঝি বন্ধ হবে সূর্যের চোখ-
অন্ধকারে ছেয়ে যাবে বিশ্বাসের চাতাল।
মোহের ভালোবাসা চলবে আর কতকাল?
মননের মাঝে বাড়ছে অজস্র জঞ্জাল।