যৌবন জোয়ারের জল বড়ো অস্থির টলোমল
উছালিয়া উঠে নদী; বানভাসি সুর বড়ো সুমধুর
অবিরাম বহে নিরবধি। তার মাঝে এসে,
শুধু ভালোবেসে ফেলে যদি কেউ হৃদয়ের জাল;
স্বপ্নের মীনকুল হইয়া আকুল বিঁধে রহে তাহে
অর্বুদ কাল। জাগলো কালো জল কলরোল কোলাহল
মরমে পশিল বিদ্যুৎ-আলো; অহম বোধের খেলা
বিসারিয়া অবহেলা; জ্যোতির্ময়ীনি! নীলাভ আলোক
জ্বালো। না হয়, শরীরে শরীর কেঁপে উঠুক জলধীর নীর
মাতালের নৃত্য চলুক আজ; ধূসর আকাশ জুড়ে
মন-পাখি যায় উড়ে পিছনে ফেলে জীবনের কারুকাজ।


১৬-০৬-২০১৪।
পল্লবী, মিরপুর।