তোমার চোখের দিঠির মাঝে এসে
হলাম আমি কাব্য কথার কবি;
করলে মহান আমায় ভালোবেসে
কাব্য আমার সবই তোমার ছবি।

সেই যে প্রথম চটুল হাসি দিয়ে
রাঙালে এই কালো আকাশখানি;
শব্দ যখন নাচে তোমায় নিয়ে
ঢাকতে বদন সলাজ আঁচল টানি।

যুদ্ধ কিন্তু অস্ত্র মাঝে নয়,
মনে চলে যুদ্ধ যুদ্ধ খেলা;
ভালোবাসায় করে বিশ্ব জয়
অপশক্তি হয় যে অবহেলা।

হাসি-কান্না আদিম ভাষা জেনো,
হৃদয় মাঝে আনে প্রণোদনা;
এমন ক্ষণে তুমি দূরে কেনো?
আবার এসে দিয়ে যাও প্রেষণা।