বয়সের ছাপ পড়েছে তোমার দেহে,
কুচকে গিয়েছে শরীরের মসৃণতা।
তবু্ও যে, চোখে-মুখে বহ্নিশিখা বহে,
জ্বলে ওঠো উৎসাহে। এ কি অনন্যতা?
সবকিছু হারিয়েছো! পিতা-মাতা-ভাই;
তবুও, টলোনি তুমি। সত্যের সন্ধানে
দৃপ্ত পদভারে এগিয়ে গিয়েছো তাই;
অকুতোভয়া হৃদয়ে, সম্মুখের পানে।


চেতনায় জ্বলে ওঠে তোমার দৃঢ়তা,
আকাশ ছোঁয়ার স্পৃহা করে সঞ্চরণ!
হেসে ওঠে বাংলাদেশ পেয়ে অমরতা;
নির্ভরতা পায় এ দেশের জনগণ।
হাসিনা!  অন্ধকারের সূর্য-শেফালিকা,
তুমি এই বাঙালির অনন্যা বালিকা!


০১/০৮/২০২২
মিরপুর,  ঢাকা।