মুজিব, তুমি কোথায় আছো?
অভিমানে কই গিয়েছো,
                বাংলা ছেড়ে?
বাংলা থেকে কোথায় যা'বা?
জগদ্দলের হিংস্র থাবা
               আসছে তেড়ে!
ঘুমের দেশে শান্তি খুঁজে
রইছো কেনো চক্ষু বুজে
                একলা একা?
মানুষ এখন ঘোর হতাশায়!
বজ্রকণ্ঠে জনসভায়
              দাও হে দেখা।
তোমার সোনার বাংলাদেশে
দুর্জনেরা যাচ্ছে হেসে
                চোখ রাঙিয়ে।
করছে শোষণ, সন্ত্রাস আর
চাঁদাবাজী, মুজিব তোমার
                  নাম ভাঙিয়ে।
মুজিব, তুমি কতো ঘুমাও!
জেগে উঠো, চোখ মেলে চাও
                বাঘের ছানা।
স্বার্থবাদী অসুরদলে
মিথ্যা কথার হাজার ছলে
                   দিচ্ছে হানা।
সময়গুলো পিছল এখন,
টাকায় করে সব নিয়ন্ত্রণ
                পুড়ছে সবই।
আসতে হবে বাংলাদেশে
তোমায়, রাখাল রাজার বেশে
               এইতো দাবী।
মুজিব চেতন! ওড়াও কেতন
দেশের তরে হও সচেতন
               কালেরই ডাক।
এবার এসো, বাজিয়ে তুড়ি;
শোষণ-শাসন, ছল-চাতুরী
           সব ভেসে যাক।


১৭/১১/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ।