সেদিন ছিলো নববর্ষ হর্ষ ছিলো মনে,
আতিক হেলাল যাচ্ছিলো এক সাহিত্যানুষ্ঠানে।
ঢাকার শহর জ্যামে স্থবির দ্রুত চলে সে,
দু'আঙ্গুলের ব্যবসায়ী তার পকেট কেটেছে!
হাস্যমূখর বদনখানি কালো হয়ে যায়,
তবুও, সে অনুষ্ঠানে দ্রুত পায়ে ধায়।
মানিব্যাগের দূঃখ ভুলে রয় সে হাসি মুখে,
বললো কথা, গাইলো যে গান আনন্দ-পুলকে।
কষ্ট চাপা মনের ছবি ভেসে উঠে চোখে,
ছবি দেখে বলছে সবাই, 'ভুগছো কি অসুখে'?
মনের ছবি ভেসে উঠে দেহের আর্শিতলে,
পরিশেষে, জানায় কবি আতিক হেলালে-
মানিব্যাগ তার নিয়ে গেছে ঢাকার পকেটমার,
সে-ই চিন্তাতে তার মনেতে দুঃখ বেসুমার।


০৪/০১/২০২২
মিরপুর, ঢাকা।