দীঘল চুলের বাহার তাদের, রাবীন্দ্রিকের গোঁফ,
এলোমেলো কথা, বড় বড়ো নোখ, চোখেতে পিচুটি মাখা;
সকল কালের কাব্য-জগতে তারা কবিতার 'পোপ'!
হামবড়া ভাব, কবিতার চাপে ঘাড়টি তাদের বাঁকা।
স্বনামধন্য (সুনামধন্য নয়) একবার হলে
কবিতার দেশে আঁতেল ভাবেন; হয়ে যান বড়ো কবি!
যা লেখেন, তা-ই পাঠকের কাছে কবিতার নামে চলে;
যদিও থাকে না সেই কবিতায় মননকল্প-ছবি।
মশক মারার বীরের মতোন তেজী তেজী ভাব নিয়ে,
লম্বা কুর্তা, ছেঁড়া সেণ্ডেল, ঝোলা কাঁধে হেঁটে যায়।
মৃত কবিতার বাসি কাসুন্দি সাজায় শব্দ দিয়ে;
পাঠক বোঝে না কবিতার কথা, অহেতুক উছলায়!
দুর্যোধনের তুর্যবাদক বুর্জোয়ানীতি ধরে,
কবিতায় তারা সাজে মহারাজা যুগ ও যুগান্তরে।


০৮/০৯/২০২২
মিরপুর, ঢাকা।