কালের ঘণ্টা বাজবে যখন, ওরে,
শুনবে যে-জন কালান্তরের সুর;
তখন সে-জন জোয়ার জলের তোড়ে,
যেতে হবে চলে সেই অনন্তপুর।
বহ্নিতাপের প্রবল ছোঁয়ার; যবে
পুড়বে দেহের মাংস-হাড্ডি-শিরা;
প্রখর সূর্য জ্বালবে আগুন। তবে,
ধূসর ধরায় আরতো হবে না ফিরা।
দৈন্যতা সব মুছে দাও তুমি আজ,
মানুষের প্রতি মুগ্ধ ভালোবাসায়;
পরার্থে হোক জীবনের কারুকাজ
মানুষের তরে; সমস্ত দুরাশায়।
মর্ত্যলোকের, উর্ধ্বাকাশের স্বামী!
তোমার চরণে প্রণতি জানাই আমি।


১৫/০৯/২০২২
মিরপুর, ঢাকা।