তীব্র আগুন জলে জ্বলে
        জলেতে তা নিভে না যে।
দাউ দাউ দাউ হৃদয় পোড়ায়
        মন বসে না কোনো কাজে।


তুই কী আগুন দিয়ে গেলি!
চিন্তা-চেতন সব পোড়ালি
লোকে দেখে দেয় যে তালি
        মরি আমি ভীষণ লাজে।


সূর্যতাপে পোড়ে না তো
        নীল আকাশের নীল,
যতোই পোড়ে ততোই যে হয়
        উজ্জ্বল ও ঝিলমিল।


তোর আগুনে ছাই হলো সব
বন্ধ হলো গান, কলরব
শুনলে লোকে ভাবে যে 'গফ'
        বেদনা কেউ বোঝে না যে।


১১/০৮/২০২২
মিরপুর, ঢাকা।