তোমার শরীর যেনো হেমন্তের বিকেলের রোদ,
কৃষকের ক্লান্ত পেশি আবার সতেজ হয়ে ওঠে।
ফসলের মাঠ থেকে চলে গেছে কৃষকের দল,
নাড়ার ভেতর শুনি  অদ্ভুত শব্দ তোমার ভাবনার মতো
ছড়িয়ে পড়ে আমার চেতনায়- বিমুগ্ধতায়।
বালিয়াড়ি নদীর পাড়ে মাছরাঙার রঙিন পাখায়
ধুসর সন্ধ্যার নামে বিহ্বলতা;
দিনের সুরুজ ক্রমে ঢলে পড়ে গোধুলির কোলে,
চেয়ে আছি দিগন্ত রেখায় অনন্ত বিষন্নতায়।
এই বুঝি নেমে আসে চেতনার আকাশ ব্যাপিয়া
তোমার চুলের মতো অন্ধকার পৃথিবীর বুকে;
ঢেকে দিতে চাই এই জীবনের উপেক্ষার ক্ষোভ।

গজারিয়া, মুন্সীগঞ্জ।
১৭/১১/২০১৩।