গড়তে লাগে শ্রম ও মেধা, ভাঙতে লাগে ঠ্যালা;
‘ভাঙার চেয়ে গড়া ভালো’, বলছে সুধীজনে।
নইলে যে প্রেম-ভালোবাসা নিছক রঙ্গখেলা!
স্বার্থবাদীর ছলাকলা কূটিল জটিল মনে।
মিথ্যাবাদীর ছলচাতুরি ফাঁস হয়ে যায় যদি,
অপমানের লজ্জা ও ভয় থাকে না তার মনে।
দিনে-রাতে লক্ষ মিথ্যা বলে নিরবধি,
মিথ্যা ঢাকতে মিথ্যা বলে, চলে সংগোপনে।


বিশ্বজগত সৃষ্টি হলো ভালোবাসার নামে,
তাতেই তুমি ব্যাপৃত রও সরল সহজ প্রাণে।
বৃক্ষলতার কথা পাঠাও নীল আকাশের খামে,
কেয়ামতে ধ্বংস হবে সব মানুষই জানে।
সৃষ্টি নেশায় এবার জাগো বিশ্বলোকের মাঝে,
মানবতার বাণী ছড়াও কথা এবং কাজে।


২৪/০১/২০২৩
মিরপুর ঢাকা।