শত বছরের পর ফিরে এলো ফের
ধূমকেতু, নবরূপে। মানুষের প্রাণে
আলোর পাঞ্জেরী জ্বেলে; নবীন তেজের
নজরুল এলো বুঝি দ্রুপদীয় গানে।
ওরে, এসেছে আজিকে নতুন প্রভাবে
বিষের বাঁশরী রেখে; কৃষকের মুখে
জাগিয়ে মুক্তির গান।  আপন স্বভাবে
অত্যাচার রুখে দিতে দাঁড়াবে সম্মুখে।


ওই ধূমকেতু এলো বঞ্চনার জাল
করে দিতে ছিন্নভিন্ন; বিদ্রোহীর মতো
অগ্নিবীণার ঝংকার তুলে। কতকাল
মানুষ শোষিত হবে, রবে অনুগত?
পুচ্ছে মশাল জ্বালিয়ে, আয় ধূমকেতু!
অসত্য বিনাশে স্বর্গচ্যুত কালকেতু।


১৮/০৮/২০২২
মিরপুর, ঢাকা।


[১৯২২ সালের ১১ই আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা 'ধূমকেতু' প্রথম প্রকাশিত হয় এবং ১৯২৩ সালের মার্চ মাসে তা' চিরতরে বন্ধ হয়ে যায়।  'ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি' শত বছর পর আাগামী ১১ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোলকাতার পশ্চিম মেদেনীপুর থেকে আবার ''ধূমকেতু'' নামে একটি পত্রিকা প্রকাশ করতে যাচ্ছে। 'ধূমকেতু'-এর নবরূপে প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে লেখা আমার এই সনেট কবিতা।]