পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার স্বভাব যাদের,
ঘোর-প্যাচালের কূটকচালের কথার চমক তাদের।
কাজের বেলায় ঠন্ ঠনা ঠন, প্যাজগি লাগার তালে,
সপ্তগ্রামের কণ্ঠস্বরের কথার মুড়কি চালে।
মন অসুস্থ তাদের,
স্বার্থসিদ্ধি লাভের আশায় ভাব করে হার্মাদের।


পাওয়ার বেলায় চিৎ করে হাত, দেওয়ার বেলায় উপুড়,
কথায় বানায় শুকনো পগার টইটম্বুর পুকুর।
কথার তোড়েই বাঘ-ভাল্লুক মেরে যায় প্রতিদিন,
নিজেই নিজের স্তুতি করে, আর সকলে অর্বাচীন।
দেখলে এমন জন,
কাছে যেও নাকো, দূরে দূরে থেকো, হে আমার প্রিয়জন।


দেখতে যে তারা তোমারই মতোন খায়-দায়, হাঁটে দু'পায়ে,
অশুভ চিন্তা বাস্তবায়ন করে যে; যে কোন উপায়ে।
দ্বন্দ্বকে তারা মন্দ বলে না, উৎসাহে লড়ে যায়,
কর্কশ-কটু শব্দ-বাহারে তোলপাড় করে। হায়!
অসুস্থ, তারা মন্দ,
স্বভাবের গুণে থাকে না তাদের জীবনের কোন ছন্দ।


২৮/০৮/২০২২
মিরপুর, ঢাকা।