হে আমার প্রিয় বন্ধু, প্রাণের দোসর!
কবিতার ভাবনায় কতোক্ষণ তুমি
নিরালায় বসে ভেবে গেছো নিরন্তর,
সঠিক শব্দের জন্য, ভুলে গোয়ার্তমি?


কতোবার অভিধান যতনে খুলেছো,
একটি কাব্যিক শব্দ কবিতায় দিতে?
ছন্দ বিশ্লেষণে ক'টি কবিতা পড়েছো
অপরাপর কবির, ধীরস্থির চিতে?

নেতিবাচক উত্তরে- তুমি কবি নও;
নিছক ভণ্ডামি করো কবিদের সাথে।
মমতায় যদি কবিতার কথা কও;
তবে, এসো; একসাথে হাঁটি নিশিরাতে।


পৃথিবীতে কবিরূপে তুমি চমৎকার!
অন্যথায়, তুমি এক মাকালের ফল!
আবরণে, আভরণে নিতান্ত অসার;
সুধীমহলে তোমার কবিত্ব নিষ্ফল।


০৪/০৪/২০২২
মিরপুর, ঢাকা।