দুঃখ আমার মন-মানসী, দুঃখ আমার প্রিয়,
দুঃখনদীর জলজধারা অমৃত, অমিয়।
সুখের আশায় বাজি রাখি অনন্ত প্রহর,
প্রেমহীনতার দুঃখ পেয়ে
বিরহী প্রাণ সুখ ভুলে হয় নিঃসঙ্গ অন্তর!


ঘুরি-ফিরি বিশ্ব-ভুবন, খুঁজে ফিরি তাঁরে,
দেখি না সেই রূপ-অপরূপ, মনের অন্ধকারে।
সুখের কথা ভুলে গেছি, দুঃখ যে প্রিয়তি,
সকল দম্ভ চূর্ণ করে
দূরের অরূপরূপের কাছে স্বীকার করি নতি।


মরণ-প্রিয়া! আয়রে এবার, আমার বুকের মাঝে!
তেজোদীপ্ত সূর্যখানি ম্লান হয়ে যাক সাঁঝে।
পবিত্রতায় উঠুক জেগে ঘুমন্ত শহর,
আঁধার ভেদি' অরুণ-আলো
এবার জাগুক উজ্জ্বলতায় নিত্য-নিরন্তর।


২৫/০৩/২০২২
মিরপুর, ঢাকা।