মেঘের চরণে বৃষ্টি নূপুর বাজে
তপ্ত দুপুরে কোমল বাতাস বয়;
এমন বেলায় মন যে বসে না কাজে
ভাবনায় জাগে অনন্ত বিস্ময়!


দূরের আকাশ অমত্ত দিন-রাত
গোমড়ামুখীর কৃষ্ণ নেকাব পরে
দুঃখ-কথার ঘোর অভিসম্পাৎ
বৃষ্টির জলে টাপুর টুপুর ঝরে।


ঘরের দরজা-জানালা সকল বন্ধ
বৃষ্টির সাথে তোমার স্মৃতির গান;
তরল নিটোল দেহের আতর গন্ধ
এসে অবেলাতে আনচান করে প্রাণ।


একাকীত্বের যন্ত্রণা যাই ভুলে
মেদুর স্মৃতির করছি রোমন্থন;
টের পাই আজ অন্ধকারের চুলে
অমল সুবাস, জ্যোস্নার আয়োজন।


বধ্যভূমির জীবন-যাপনখানি
আপন জনের রমণীয় অবহেলা;
শব্দ ব্যতীত করে যায় কানাকানি
ক্রমশ বাড়ছে দুঃখের ডালপালা।


তারচয়ে' ভালো বৃষ্টি আয়রে ঝেঁপে
স্বপ্নদেশের অরণ্যে যাই হেঁটে;
আকাশ বাতাস পৃথিবী উঠুক কেঁপে
ঘুমিয়ে পড়বো দুঃখকে কেটে কেটে।


১৭/০৯/২০২২
মিরপুর, ঢাকা।