আজ আনন্দে উদ্বেল। পুরো জাতি হাসে,
                 দীপ্তিময় প্রাণের উল্লাসে।
পিতার মৃত্যুর শোকে হতাশায় কেঁদেছিলো যারা;
তারা আজ মনোহর সুখের পরশে আত্মহারা।
সেই সব মানুষের আনন্দাশ্রু- তপ্ত নোনাজল,
                    আজ তা' হয়েছে উতরোল।


সে কি পদ্মার পানির ঘুর্ণিস্রোতে মিশে একাকার!
        এ অশ্রুর বন্যা রোধে, বলো, সাধ্য কার?
যে পঁচাত্তর দেখেনি; জানে না একাত্তর কী!
মাতৃভাষা আন্দোলন, ছয় দফা, কিছুই জানেনি;
তারা আজ অশ্রুসিক্ত নেচে-গেয়ে সুখ খুঁজে পায়;
অকৃত্রিম প্রার্থনায়, নিত্য শুভ কামনা জানায়।
বাঙালির হৃদয়ের অহংকার এই পদ্মাসেতু!
       স্বপ্ন জয়ের সোপান, আনন্দের হেতু।


বাঙালি-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা,
               বাঙালির ইতিহাসে বালিকা অনন্যা!
তোমার এ কীর্তি র'বে সাধারণ মানুষের মনে।
মানবতার জননী! যাবে না কখনো বিস্মরণে।


২৫/০৬/২০২২
মিরপুর, ঢাকা।
পদ্মসেতু উদ্বোধন দিবস।