আকাশে প্রচুর মেঘ, ঝড় হবে; হবে বজ্রপাত।
অশনি সঙ্কেত! এ কি কালের অভিসম্পাত?
স্বাভাবিক হতে চেয়ে, ইচ্ছা-স্বপ্ন নিত্য বিসর্জন
করেছি অবলীলায়। তবুও যে, হয়নি অর্জন
নিশ্চিন্ত সুখের ঘর। অফুরন্ত হাহাকার জাগে;
বৈরাগ্যের বাসনায় করে হা-পিত্যেশ বীতরাগে।
জেনে গেছি, মৃতবৎ মানুষেরা আবর্জনা সম;
সোহাগে, ভালোবাসায় কেউ বলে নাতো, 'প্রিয়তম'।


বজ্রপাত হয় হোক; নেমে এসো, অশনি সঙ্কেত!
ভেঙে যাক সব কিছু, ঘর-বাড়ি; হবো অনিকেত।
বাটপারের ভয় নেই, কোন এক নিঃস্ব মানুষের।
স্বাধীনতা পেলে মুছে যায় সকল কষ্টের জের।
ছালা নিয়ে পালা তুমি, আম থাক ছড়িয়ে ছিটিয়ে;
যা আছে, তা নিয়ে থাকো; দাও সব হিসাব মিটিয়ে।


১৯/১০/২০২২
মিরপুর, ঢাকা।