আজিকার দিনগুলো নিস্তরঙ্গভাবে কেটে যায়-
নির্বিরোধে, রুদ্ধতায়। বহ্নিহীন স্তিমিত প্রভায়
জীবন-সিন্ধুর বুকে দিগন্তের নগন্য আলোক
ক্রমে জৌলুস হারায়; যেন এক বিস্মৃত শোলক।
অতীতের বহ্নিময় জীবনের চণ্ডীরূপ চায়,
ভাঙতে পথের বাঁধা। সাগরের ঊর্মি-দোলায়
পেতে চায় মুখরিত দৃঢ়প্রাণ, বিস্মিত বসন্ত!
অথচ, জীবন্ত প্রাণ প্রত্যাহত আজ! অবিশ্রান্ত
অরণ্যের অন্ধকারে স্বপ্ন দেখি- রক্তিম ভাস্কর
দীপ্তিময় কিশলয়ে দিয়ে যাবে চুমু। অতঃপর,
ফুল দেবো, ফল দেবো, পুষ্টি দেবো পৃথিবীর বুকে;
সম্বর্ধনার উচ্ছ্বাসে গান গাবো জনতা-সম্মুখে।
বিপুল প্রতাপে রবো; কিন্তু, কিছুই হলো না আজ;
সন্দিগ্ধ নয়নে দেখি এই পৃথিবীর কারুকাজ।


১৮/০৭/২০২২
মিরপুর, ঢাকা।