তুমি এক নদী, আমার প্রিয়তি!
শুদ্ধ প্রেমের মায়াবতী নারী!
রুক্ষ্ম জীবন, অশ্রুর নদী,
দু'হাতে তুলেছো, ভুলিতে কি পারি?


সোহাগে আদরে ডাক দিলে তুমি,
শান্ত-শীতল প্রেমময় জল,
জোয়ারের মতো মহাটান বেগে
অজানার পথে ছুটে কলকল।


বিস্তৃত মাঠে ফল ও ফসল.
কোমল পরশে ফোটে কত ফুল;
বিহঙ্গ প্রাণে এনেছো স্বস্তি,
তোমাকে চিনিতে হয়নিকো ভুল।


মরু-বালুকায় সৃজন করেছো-
অপরূপ রূপ- মরু-উদ্যান;
তোমার পরশে হৃদয় হরষে
গাহিছে অপার জীবনের গান।


২১/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।