শ্রাবণধারার বৃষ্টি চেয়েছিলাম,
দিলে আমায় কালবোশেখীর ঝড়;
ঝড়ের তোড়ে দূরে চলে গেলাম-
নিরুদ্দেশের মেঘের মতোন হলাম পরস্পর।


বসন্ত নিকুঞ্জে চেয়েছিলাম
সুবাসমাখা ছোট্ট কুঁড়ের ঘর;
আস্ত একটা আস্তাকুঁড়ই পেলাম,
আবর্জনার দুর্গন্ধের মতো এখন পর।


এখন খা খা রোদ্রমাঠে ঘুরি,
তবুও, নাই তিল পরিমান কষ্ট;
বিঁধে না আর কথার বিষের ছুরি।
সুখেই আছি। অন্য সবাই বলুক না হয় নষ্ট।


চেয়েছিলাম ভালোবাসার ঘুড়ি,
উড়তে সুদূর নীল আকাশের গাঁয়;
এখন একা অতৃপ্ততায় পুড়ি'
নিত্যদিনই উড়ে বেড়াই মনের আঙিনায়।


১৪/০৩/২০২৪
ঢাকা।