এখন পৃথিবী অগ্নিকুণ্ডে সইছে দহন জ্বালা,
অসুরচেতন অমানুষে বলে, 'সুবোধেরা! সব পালা'।
বোমা ও বারুদে ঠাঁসাঠাসি করে রেখেছে ধরার বুক,
মৃত্যু-বানের দায়িত্বে আছে উজবুক-উল্লুক।
বাঁচিবারে চাই সতেজ বায়ুর নিঃশ্বাস নিয়ে প্রাণে,
মানুষে মানুষে সহানুভূতির দরদীয়া শত গানে।
অবারিত মাঠে জীবনের গানে করে যাবো উল্লাস,
দুঃস্বপ্নের কাল কেটে হবে মননের প্রতিভাস।
মানুষের প্রেম, স্নেহ-ভালোবাসা হয় না কখনো নিঃস্ব,
আমরা যে চাই মানুষের তরে মানবিক এক বিশ্ব।
হে পৃথিবী! ভালো থেকো তুমি, এই মানুষের প্রয়োজনে,
রেখে যাই আমি গভীর প্রণতি,
ললিত কঠোর শব্দের বাণী আগামীর আয়োজনে।


০৪/০৩/২০২৪
ঢাকা।