বাহিরে রোদ্র, প্রখর দুপুর প্রান্তরময়;
শরীরে ক্লান্তি, শ্রাবণ বৃষ্টি চাচ্ছে হৃদয়।
আজ শুধু চাই বৃষ্টির জলে আমরা দু'জন
শালিকের মতো ভিজতে ভিজতে করবো কুজন।
প্রবল বাতাসে তোমার শাড়ির আঁচল ওড়বে,
লজ্জাবনত কিশোরীর ন্যায় ত্রস্তে ধরবে।
মেঘে ঢাকা চাঁদ বলবে তখন, ''উড়তে দাও তা',
প্রকৃতির কন্যা তুমি; এতো মানবীর স্বাধীনতা''!


একদিন নদী হয়ে এসেছিলে; ঊষর ভূমিতে
জলের ছোঁয়ায় ফুলে-ফলে ভরে দিয়েছো তুমি হে।
স্বর্গ হইতে নেমেছিলো সুখ; পাথরের মনে
জেগেছিলো কম্পন; ক্লেদাক্ত উদাসীন বনে
ফুটেছিলো পারিজাত; আজও তুমি এ অন্তরপুরে
ললিত জলের গীত গেয়ে যাও মোলায়েম সুরে।

২৭/১১/২০২৩
ঢাকা।