চোখের ভেতর নেইকো তুমি
        রহো মনের মাঝে,
দোলা দিয়ে যাচ্ছো নিতুই
        চিন্তা এবং কাজে।
চিন্তা-চিতায় পুড়ছি নিতুই
        বিপ্রতীপ সমাজে,
সত্য প্রকাশ করতে গেলেই
        মরছি ভয়ে-লাজে।
যখন তুমি আসছো কাছে
        আনন্দ উদ্ভাসে,
শিশিরকণা মুক্তোর ন্যায়
        ঝিলমিলিয়ে হাসে।
ছুঁইতে গেলেই কেঁপে উঠি
        লজ্জা এবং ত্রাসে,
এসব দেখে বিশ্ব-জগত  
        খিলখিলিয়ে হাসে।
করবো এখন কী?
পুড়ছি আমি, পুড়ছো তুমি!
        এই কি নিয়তি?


০৯/১২/২০২৩
ঢাকা।