বেঁচে থেকে লাভ নেই; অন্ধকার পাথর-সময়ে
শুয়ে-বসে, সময় কাটে না আর উপন্যাস পড়ে।
বেঁচে থাকা নিরর্থক! এলোমেলো কল্পনাকে লয়ে
মৃত্তিকার পৃথিবীতে; আশাহীন অন্ধকার ঘরে।
এর চেয়ে ভালো হয়, হয়ে যাই সাধু সক্রোটিস;
হেমলক পান করে নির্দ্বিধায় প্রাণ করি নাশ।
ফাঁকা ঘরে একা একা ভাবি এই কথা অহোর্নিশ;
সব শেষে হয়ে যাবো, দূর-আকাশের নীল ঘাস।


পৃথিবীকে মনে হয় বিষাদিত ঘোড়া; ঘাস খায়
কুয়াশায় নিরিবিলি; কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে।
খাওয়া-দাওয়া শেষ করে, আরেক জগতে চলে যায়;
নিরাসক্ত, নির্লিপ্তের অদ্ভুত উটের পিঠে চড়ে।
আমিও তেমন করে চলে যেতে চাই, বহুদূরে;
কষ্টের জড়োয়া ছিঁড়ে, দিনে কিংবা রাত্রির দুপুরে।


১৮/১১/২০২৩
ঢাকা।