মিষ্টি গড়ন নাতনি আমার
      নাম হল তার কৃতি।
ফুল-সুবাসে উঠে হেসে,
চাঁদের মতো সুন্দর সে;
তার সাথে আজ জড়িয়ে গেছে
      মায়ামাখা স্মৃতি।
অতুল রূপের নাতনি আমার
      নাম হল তার কৃতি।


পত্র দিয়ে বলেছে সে
      মনের অনেক কথা-
পায়নি দাদুর স্নেহ-আদর,
তাইতো সে আজ বড়ই কাতর;
দাদুর স্নেহ-আদর পেতে
      বুকে বাজে ব্যথা।
পত্র দিয়ে বললো আমায়
      মনের সকল কথা।


রক্তবিহীন শক্ত সুতো
      বাঁধলাম তার সনে।
ভালোবাসার ফুলে ফুলে,
নিলাম তারে বুকে তুলে;
সুখ-পরশন দিলো আমার
      দুঃখভরা মনে।
সম্পর্কের শক্ত সুতো
      বাঁধলাম তার সনে।


নাতনি আমার বড় হয়ে
      বিশ্ব করবে জয়।
এ আশীর্বাদ করি আমি,
সকাল-সন্ধ্যা, দিবস-যামী;
জ্ঞান গরিমায় এই ভুবনে
      হোক সে কৃতিময়।
আমার নাতনি নিজের গুণে
      করবে বিশ্ব জয়।


২৫/১১/২০২৩
ঢাকা।