একেলা বন্দী ঘরের ভেতরে- জানালা বন্ধ,
দরোজা বন্ধ; দেয়াল ঘড়িটি টিকটিক চলে,
ল্যাপটপ খোলা। আমি খুঁজে যাই কবিতার ছন্দ-
অন্ত্যমিলের অনুপ্রাস। শব্দেরা দলে দলে
এসে ভীড় করে খোলা মগজের সরোবর তীরে।
ওরা ঢেউ তোলে শিউলি সুবাস মিহিন বাতাসে,
পাথর মনের লোহার নিরেট শরীরকে ঘিরে,
আনন্দতায়; যেন অবিরল উড়ছে আকাশে।


তোমাকে দেখবো, জড়িয়ে ধরবো আবছা আঁধারে;
জানালার পাশে একা বসে আছি, সময় গুণছি।
ঝিঁঝিঁরা যেমন বিচিত্র সুরে বন ও বাদারে
গীত গেয়ে যায়; তেমন করেই সুরকে বুনছি।
রূপালী বালিকা! শান্ত বিকেলে চোখ মেলে চাও;
সর্ব শরীরে বিরহ-বেদনা, এসে শুষে নাও।


২৭/১১/২০২৩
ঢাকা।