জরাগ্রস্ত পৃথিবীতে এখন চলেছে ব্যঘ্র-যুগ,
হরিণীর তাজা মাংস বিক্রি হয় কেজি-দর ধরে!
লোলুপ ব্যঘ্রের দল অহরহ হতেছে উন্মুখ
দ্বিধাহীনভাবে, কচি হরিণীকে ভক্ষণের তরে।
হরিণীর খোঁজে তারা ঘুরিছে সর্বদা অন্ধকারে
আর আলোর ভেতরে, আশ্বাসের ফুলঝুরি নিয়ে;
নিকষ অন্ধকারের রহস্যের যুগের বাজারে
নিত্য কেনা-বেচা হয় হরিনীর মাংস কড়ি দিয়ে।
শক্ত ঘর ভেঙে যায় শক্তিমান ব্যঘ্রের হামলায়,
ঝলমল আলোকের নিচে নামে অন্ধকার ধীরে;
নেমে আসে তীব্র ঝড় চৈত্র-পূর্ণিমার জোছনায়,
সহজাত লজ্জাতুর পৃথিবীর হরিণীকে ঘিরে।
যুগে যুগে কালে কালে সতেজী ব্যঘ্রের আক্রমনে
ধ্বংস হয় হরিণীর জীবন-যৌবন সঙ্গোপনে।


১৫/১০/২০২৩
ঢাকা।