৯০ দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রনায়ক ছাত্রনেতা,  তুখোড় ও তেজদীপ্ত কবি মোহন রায়হান। প্রায় চার দশক পর তাঁর সাথে দেখা হলো কবি রেজাউদ্দিন স্টালিন-এর জন্মদিনের অনুষ্ঠানে। কবির প্রতি নিবেদিত এই কবিতা।



সচেতন কবিতার সংকট চলছে,
ক্রান্তিকাল অতিক্রম করছেন কবি;
ঘুমপাড়ানির মন্ত্রে শাসক বলছে-
দেখো, চতুর্দিকে কতো সমুজ্জ্বল ছবি!
আয়েসি জীবন চায় কবিরা এখন,
মুক্তির আকাঙ্খা ভুলে, ভীরু কাপুরুষ;
শাসকের দাস হয়ে যখন তখন
আভূমি লুণ্ঠিত হয়; ভুলে যায় হুঁশ।


কবিতা দেখেছি আমি মেরুদন্ডময়
মোহন রায়হানের প্রতিবাদী চোখে;
স্বৈরাচার প্রতিরোধে রক্তাক্ত সময়
হতো উদ্বেলিত, শত অন্যায়ের মুখে।
জ্বলে ওঠো কবিগণ! অমিত সাহসে;
কতোকাল মৃতবৎ রবে তুমি বসে?


২৩/১১/২০২৩
ঢাকা।