দুহাত বাড়িয়ে আজ সমুদ্রকে বলি-
আমি এক ছোট নদী; এসো তুমি হেসে।
অসীম বন্ধুর পথ একা একা চলি'
তোমার চরণমূলে পৌঁছিলাম শেষে।
বিশাল হৃদয়ে দাও এতোটুকু ঠাঁই,
অতৃপ্ত আকাঙ্খা সব পূর্ণ হোক আজ;
সমুদ্রের ন্যায় কোন সহৃদয় নাই,
আকুতি জানাই প্রিয় ভুলে সব লাজ।


আমার যা কিছু আছে- ভালো-মন্দ; সব
নিবেদন করি আজ চরণে তোমার;
কোমল পরশ পেলে চিত্ত-কলরব
বন্ধ হবে; শেষ হবে সব হাহাকার।
সুদূর অতীত হতে চেয়েছি তোমায়,
না-পাওয়ার বেদনায় কাঁদি নিরালায়।


১৬/১১/২০২৩
ঢাকা।