( আজ হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ - ১৯ জুলাই ২০১২)- এর জন্মদিন। তিনি মূলতঃ ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ইত্যাদি হলেও; একজন কবি ছিলেন। তাঁর স্মরণে আমার এ পংক্তিমালার নৈবদ্য।)


অনন্ত নক্ষত্রবীথি থেকে এলে উজ্জ্বলতর নক্ষত্র তুমি
নীল রাতের বাসরে; পৃথিবীর ময়ুরাক্ষীর নদীর পাড়ে।
নিপুণ শব্দ-কলায়, গৃহত্যাগী জোছনায় এই মর্ত্যভূমি
সাজালে শত আনন্দ-বেদনায়; শঙ্খনীল অন্ধ কারাগারে।
সমুদ্র বিলাস এসে উত্তেজিত করে গেছে তোমার জীবন,
অনন্ত বাসনা নিয়ে জনম জনম হেঁটে গেছো মর্ত্যলোকে।
অজস্র বৃষ্টিতে ভেজা জলপদ্ম নিয়ত করেছো সঞ্চয়ন;
দারুচিনি দ্বীপে সবকিছু ফেলে রেখে চলে গেছো অন্যলোকে।


রূপার পালঙ্কে শুয়ে এখন কী ভাবছো, হে বাদশাহ নামদার?
গৌরীপুর রেল ইস্টিশনের জংসনে আজো অপেক্ষায় রই;
ফিরে এসো অন্যরূপে, বিমূর্ত রাতের মতো; এই আবদার
করে যাই। খুঁজি তাই, নন্দিত নরকে, পৃথিবীতে; তুমি কই?
আগুনের পরশমনি জ্বালিয়ে কৃষ্ণপক্ষের রাত্রিরে এলে,
অন্ধকার অবসান না হতেই অনন্ত অম্বরে চলে গেলে।


১৩/১১/২০২৩
ঢাকা।