কেউ কেউ প্রশ্ন করে- কি ছিলো অতীতে?
- 'সুখ ছিলো, মায়া ছিলো, প্রেম ছিলো চিতে।
জলবতী নদী ছিলো, নদীজলে মাছ,
পুকুরের চারিধারে ফলবতী গাছ।
বাসনার আশা ছিলো অতীব উজ্জ্বল,
তুষ্ট ছিলো সমাজের মানুষ সকল।
ছিলো বিস্তৃত বিশাল ফসলের মাঠ,
স্বার্থহীন ভালোবাসা- নিত্য চারুপাঠ।


এখন ওসব নেই শুধু বেঁচে আছি,
নিরন্তর ছুটে চলি, খেলি কানামাছি।
মানুষ জীবন বুঝি শুধু বেঁচে থাকা!
যেকোন প্রকারে তারে কিছু ভালো রাখা।
দীর্ঘদূর হেঁটে গেছি সায়াহ্ন এখন,
নিরিবিলি ভেবে যাই মরণ কখন!


০৪/০৯/২০২৩
ঢাকা।