খুব ভালো লাগে, ধরণীর প্রতিটি কাজের আগে,
আমাকে স্মরণ করো দ্ব্যর্থহীন মুক্ত চেতনায়।
সুখের আনন্দে আর দুঃখ-বেদনায় নিরন্তর;
মুখে, অন্তরে ঝংকারে মধুস্বরে আমার এ নাম।
হতে পারে বদনাম বসুধায়, পরোয়া করো না;
সমুদয় গোয়ার্তুমি ভেঙ্গেচুরে উচ্চারণ করো,
কী সহজ, সাবলীল, রতীহীন উৎসাহে, সদ্ভাবে!
বিমোহিত হয়ে যাই, অনুক্ষণ আমাকে ভাবায়।


নিয়ত অনুরণন তোল যাও বিরহী অন্তরে,
যতিহীন প্রগতির ন্যায় শুদ্ধ প্রিয়তি আমার!
শোক-দুঃখ হরণীয়া মেয়ে- সে তুমি এবং তুমি।
জগতের যতো মধুময় নাম সঞ্চারীয়া ওঠে,
আদরে-সোহাগে রাখি যারে মোলায়েম করপুটে।
এ অন্তর খুঁড়ে দুঃখ জাগানোর মতো জপে যাই
অবিরত, নিয়ত, সতত; সে তুমি এবং তুমি।
অন্তরের শুদ্ধতম বাসনার ভবানী-প্রিয়তি।


এ পৃথিবী লয় হবে, লয় হবে জীবনের ধারা;
আমার আমিত্বহারা আর যদি কিছু থাকে ভবে,
সাগরের তলদেশে, আলো-অন্ধকারে, উর্ধ্বাকাশে,
অখিলে-নিখিলে, দেবলোকে; সে তুমি এবং তুমি।


২৭/১০/২০২৩
ঢাকা।