হেসে বলি তারে- 'এই সংসারে
একটু আদর-ভালোবাসা চাই';
দু'হাত বাড়িয়ে ধরে সে জড়িয়ে
তুলনা যাহার পৃথিবীতে নাই।
কেঁপে ওঠে নদী, অতল জলধী,
ধূসর ধরণী, এই চরাচর;
সুখ-পরশনে অধীর মননে
কেঁপে ওঠে দূর নীল অম্বর।
হেসে ওঠে তারা বন্ধনহারা
হেসে ওঠে চাঁদ, হেসে ওঠে পাখি,
হেসে ওঠে বন করে ঝন ঝন
অতুল পরশে যেন মাখামাখি।
আনন্দে স্মরি সারারাত ধরি
চেখে যাই তার মোলায়েম রেশ।
ওগো মৌনতা! সকল যৌনতা
ফেলে তুমি এসো মধুর আবেশ।
সুনিপনভাবে খুলে দাও ভবে
শত জনমের রুদ্ধ কপাট;
মধুময় স্মৃতি হয়ে সুখগীতি
অনন্তকাল হোক চারুপাঠ।
পরম পরশ আনন্দ-রস
জাগ্রত রবে সুখময় স্মৃতি;
গোমরাহী মন করি' ক্রন্দন
ডেকে যায় নিতি- 'প্রিয়তি, প্রিয়তি'।


১৮/০৯/২০২৩
ঢাকা।