একটি সুন্দর স্বপ্ন! অতঃপর, ঘুম ভেঙ্গে গেল;
উল্লোষিত স্বপ্নের গল্পেরা এসে, আমার হৃদয়ে
এক স্বর্গীয় পরশ হাস্যরসে দু'হাতে বিলালো।
সেইখানে তুমি ছিলে; ছিলো নদী, পালতোলা নাও;
আকাশে প্রচুর তারা, নেংটো চাঁদ, অদ্ভুত রকম
নিটোল সুন্দরতম; আলোময় শ্যামলীমা গাঁও।
অজস্র পাখির স্বর বিমোহিত করে পরিবেশ;
অজানা দেশের পানে আমাদের ছোট ডিঙি নাও
তরতর ছুটে চলে; আহা, সে কি মধুর আবেশ!
তোমার কোলেতে মাথা, ঝুঁকে আছো, নিমিলিত চোখ;
একে একে পড়ে যাচ্ছো, নজরুল, জীবনানন্দের
সম্মোহিনী, নান্দনিক কাব্যরাশি; আহা কী সুখ!
দেহের মূরতি যেন সরস্বতী, উমার গড়ন,
আমাকে অনেক শান্তি দিয়েছিলো এমন স্বপন।


২৪/১০/২০২৩
ঢাকা।