অন্তরের বেদনায় জর্জরিত সমস্ত শরীর,
ভালোবাসা, স্নেহ-সুখে পেলো নাতো সুশীতল নীর।
সবুজ পৃথিবী যদি হঠাৎ বিবর্ণ হয়ে যায়
কোন এক অভিঘাতে, পরাজয়ে, অথবা লজ্জায়।
আকাশের তারা যদি একে একে ভূতলে হারায়
ধূমকেতুর মতোন পুড়ে পুড়ে; জলের মায়ায়
ছুটে আসে কোন এক মানবিক পৃথিবীর বুকে;
অথবা দূরের কল্পলোক, অন্য গ্রহ-অভিমুখে;
জীবনের বেদনার হুতাসনে পুড়িতে পুড়িতে;
কখনো এসো না তুমি অ-প্রেমের ঘৃত ছিটা দিতে।


আমার ভেতরে জন্মে ঘনীভূত নীল বনভূমি-
পাখি নেই, ফুল নেই, গান নেই, আর নেই তুমি।
একা একা হেঁটে যাই, প্রণয়ের দারুণ আকাল!
অশান্ত বেদনা নিয়ে দীর্ঘশ্বাসে পুড়ে উন্মাতাল।
ভ্রষ্ট জীবনের পথে নষ্টলগ্ন চুপিসারে এসে,
অজানা আক্রোশে যেনো অবলীলাক্রমে যায় হেসে।
আমাকে খোঁজো না আর পরাভূত ধূসর ফাল্গুনে;
হারিয়ে গিয়েছি দূরে, আকাশের গহীন নির্জনে।
মানুষের এ জীবন চলমান, কখনো থামে না।
ছুটে চলে, ছুটে চলে... কতো দূরে? কেউ তা' জানে না।


২৫/০৯/২০২৩
ঢাকা।