বাংলার নদীজলে, বনানীর ফুলে-ফলে
ফসলে, বাতাসে ভাসে তোমার সোঁদালো ঘ্রাণ;
মানুষেরা আস্বাদ লভে যায় মহিতলে,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মাটির গন্ধে জাগে মানবিক অনুরাগে
ফসলের সম্ভার, ভালোবাসা অফুরান;
বিমোহিত সুরভীতে জেগে ওঠো ফুল-বাগে
জ্যোতির্ময়, হে মুজিবুর রহমান।

পাখিদের কাকলিতে, রাখালের বাঁশরীতে,
অলস দুপুরবেলা জেগে উঠে যত গান,
বাংলার প্রকৃতিতে; গ্রীষ্ম কিংবা শীতে,
তা যেন তোমারই কথা মুজিবুর রহমান।

অধিকার আদায়ের বিপ্লবী হৃদয়ের
মুষ্ঠিবদ্ধ হাত, আন্দোলন, শ্লোগান,
মুক্তির উচ্ছ্বাস, চিরদুঃখী মায়ের
দুঃখহরণকারী মুজিবুর রহমান।

কবিদের সম্মুখে জেগে উঠো উৎসুকে
অজর কবিতা-ধারা, দ্রোহের দৃপ্ত-প্রাণ;
ঝলকিত আলোময় বাঙালির চোখে-মুখে
ভেসে উঠো সদা শেখ মুজিবুর রহমান।

সাহসে ও শক্তিতে, ধৈর্যে ও ভক্তিতে
মুক্তিকামীরা যাচে বজ্রকণ্ঠ-গান;
যুগে যুগে দেশে দেশে জনতার মুক্তিতে
প্রেরণা যোগাও তুমি মুজিবুর রহমান।

নূতন চরের ঘাসে শিশির-বিন্দু হাসে,
মুগ্ধকর জ্যোতির্ময় চির-অম্লান;
সোনালি স্বপন হয়ে কৃষকের চোখে ভাসে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৫/০৮/২০২১
মিরপুর, ঢাকা।