জলজ প্রেমের সহজ ধারায় শর্ত দিলাম আজি,
যৌবন-ধন লুটাবো যে প্রেম-সিন্ধুর কারুকাজ;
সহমরণের অনাবিল পথে যেতে হও যদি রাজি,
শ্যাম-ধ্যান জ্ঞানে পুজিবো তোমারে, হে আমার যুবরাজ!
আমার সিঁথির সিঁদুর মাখিয়ে রাঙাবো চরণ; আর,
ভালোবাসা দেবো নিংড়ে হৃদয়; দাও যদি খাঁটি প্রেম;
তোমার প্রেমের সুবাসে রাঙাবো আমার অহঙ্কার,
তাই, আমি সুখ-স্বর্গকে ছেড়ে মর্ত্যেতে আসিলেম।


যৌবনের এ জৌলুসখানি তোমার দেখার দান!
নরেরা যখন বন্ধু-সুজন নারীরা তখন দেবী;
নরের নয়ন উজ্জ্বল হলে নারী আকাশের চান,
তাই, অহমিকা ছুঁড়ে ফেলে দিয়ে পুরুষ-চরণ সেবি।
এসো, পৌরুষদীপ্ত পুরুষ! অমিয় ধারার জল,
তোমার জন্যে সাজিয়ে রেখেছি যতো আছে সম্বল।


২৩/০২/২০২৩
মিরপুর, ঢাকা।