চেয়েছি জগতে প্রেমের পরশ পেতে
তাই বুকে জ্বালি আলোর প্রদীপখানা;
আঁধার সরাতে আলোয় উঠেছি মেতে
ভেবেছি, এখন হয়ে গেছে সব জানা!


আলো-আবছায়া জীবনের প্রতি মোড়ে
দেখেছি অনেক মরীচিকা-রূপ জল;
পিপাসিত মন ছুটেছে ঝড়ের তোড়ে
নিষ্ফল হয়ে ফিরেছে অনর্গল।


যারে টেনে নেই বুকের মধ্যিখানে
চলে যায় দূরে আলগোছে অবহেলে;
অতঃপর, সে-ই কঠিন কুঠার হানে
ব্যথাতুর মনে চেয়ে থাকি চোখ মেলে।


অনেক কেঁদেছি পেতে পূত ভালোবাসা
ছেড়েছি সকল পিছুটান মন থেকে;
এখন বুঝেছি হয়েছে সর্বনাশা
সুজন-স্বজন এখন ডাকে না দেখে।


ভেঙেছে হৃদয়, জীবনের আশা সব
চিরায়ত দুখি একা একা হেঁটে চলি;
আলো নিভে গেছে আঁধারের উৎসব
করে তোলপাড়; পথ হলো কানাগলি।


১৬/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।