হে আমার অভিভাবক, আমার প্রতিপালক, আমার রব্ব!  
জ্ঞান হবার পর জীবন সাগরে ভাসতে ভাসতে
প্রথম যখন ডোবার উপক্রম হয়েছিলাম,
কোন খেয়ালে যেন তোমাকে ডেকেছিলাম!


তুমি সাড়া দিয়েছিলে, আমায় টেনে তুলেছিলে।
তোমার সে সাড়া আমায় সাহস যুগিয়েছে,
আমার বিশ্বাস বাড়িয়েছে,
আমি তোমার উপর নির্ভর করতে শিখেছি।


এখন আর আমি তোমাকে "কোন খেয়ালে" ডাকি না;
তোমাকে চিনে-শুনে, জেনে-বুঝেই ডাকি।
তুমি জানো, আমি তোমার উপরে কতটা মুখাপেক্ষী!
মা'বুদ, আমার এ মুখটাকে তুমি ফিরিয়ে দিও না!


সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে তাকিয়ে থেকেই ঝরে যায়,  
আমিও যেন তাই পারি। আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গকে
তোমার হাতে সঁপে দিলাম।
তুমি এ দেহের দেখভাল অন্য কারও হাতে রেখো না, মা'বুদ!  


ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৩