বক্ষমাঝে আছো তুমি, বক্ষভেদী দেখিতে না পাই,
হৃদস্পন্দনে বাজো তুমি, কর্ণমাঝে শুনিতে না পাই।
নিঃশ্বাসেতে আছো তুমি, প্রশ্বাসেতেও আছো,
কায়ার মাঝে আছো তুমি, ছায়ার মাঝেও আছো।
তুমি আছো বলেই আমি সবার মাঝে আছি,
তুমি বিনে থাকবেনা কেউ আমার কাছাকাছি।
তোমার দয়ায় চলি ফিরি, যেমন মৎস্য সাগরে
সন্তরণে ইচ্ছেমাফিক অথৈ পাথারে।
দুঃখ তাপে ব্যথার মাঝে কাঁদছে কত লোকে,
সেই তুলনায় আছি আমি যেন স্বপ্নলোকে!
এই কথাটা ভাবি যখন, তোমার কথা আসে স্মরণ,
রুকু সিজদায় কৃতজ্ঞতায় অশ্রুজলে ভাসে নয়ন।
আমার কোন শক্তি নেই, না আছে আর কারো-
সুরক্ষা করে ব্যাধি থেকে, ক্ষতি থেকে,
অদৃশ্য বিপদ থেকে, অসম্মানের গ্লানি থেকে,
তাই সমর্পিত তোমার কাছেই, বাঁচাও কিংবা মারো।
ঢাকা,
২৮ সেপ্টেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।