পুষ্প, তুমি ফুটেছিলে লাজে
ধরণীর এক নিভৃত কোণে।
বিকশিত হয়েছিলে,
ধীরে ধীরে আঁখি মেলে।


তোমায় দেখে গুনগুনিয়ে
প্রবাসী এক ভ্রমর এলো  
সাত সমুদ্দুর পাড়ি দিয়ে,
তোমার সাথে ভাব জমালো।


হঠাৎ এক দমকা হাওয়ায়
ভ্রমরটা কোথা উড়ে গেলো,  
পাঁপড়িগুলো ছিন্ন হয়ে  
ধরণীতলে পড়ে র’লো।  


আমি যখন দেখি তোমায়,
তখন তুমি সূর্যমুখী,  
তখন আমার গড়ায় বিকেল,
তাই ভীষণভাবে অন্তর্মুখী।


ঢাকা    
২৬ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।