সব কবিরাই কখনো না কখনো দিবাস্বপ্ন দেখে থাকেন,    
তাদের মত অকবি আমিও এখন দেখছি, চোখ খুলেই।
কোন দৈব পাখির ডানায় ভর করে যদি সত্যি সত্যি
কোন দিন উড়ে যাই তোমার বাড়ীর বিরাণ আঙ্গিণায়,
তবে চমকে উঠবে কি? ঔচিত্যবোধের কারণে হয়তো
আমাকে স্বাগত জানাতে ইচ্ছে থাকলেও ইতস্ততঃ করবে।


যদি কোনদিন দেখা হয়, হয়তো বলে কয়েই তা হবে,
হঠাৎ করে নয়। আমি একটা পুরো দিন কাটাতে চাই  
শুধু তোমার সাথে হাঁটাহাঁটি করে, যে পথে তুমি হাঁটো।
গল্প করে কাটাতে চাই যেটুকু সময় পাই, তোমার সাথে।
তবে টেবিল টক নয়, এলোমেলো অচেনা পথে এলোমেলো
কিছু আলাপ, আর থেমে থেমে একটুখানি মুখ দেখা দেখি।  


(অসমাপ্ত)


ঢাকা
২২ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।