দীর্ঘ সামরিক জীবনে,
যখনি কোন আনুষ্ঠানিক কুচকাওয়াজ করেছি,
ব্যান্ডের তালে তালে মার্চপাস্ট করেছি,
জাতীয় সংগীতের সুরে সশস্ত্র সালাম দিয়েছি,
কেউতো দেখেনি আমার নীরব অশ্রুপাত।

কেন জানিনা,
সামরিক ব্যান্ডগুলোর সুরের মূর্ছনায়,
অপূর্ব বাঙ্ময় হয়ে উঠে যেকোন গান।
দেশাত্মবোধক হলে তো কোন কথাই নেই,
অশ্রু ও স্বেদ একাকার হয়ে প্রবাহিত হয়।

এখনো নাড়া দেয়,
জাতীয় কবির সেই তেজস্বী রণসঙ্গীত,
ক্ষয়িষ্ণু হাঁটুতে এখনো আনে আচমকা ঝলক।
মহীরুহ কবির সামরিক পল্টনের অনেক গল্প,
শ্রদ্ধাবনত এই মনকে এখনো দোলা দিয়ে যায়।

যেখানেই শুনেছি,
'দি লাস্ট পোস্ট' এর করুণ বিউগল ধ্বনি,
সেখানেই মাটিতে মিশে গেছে আমার দুফোঁটা অশ্রু।
হায়, ময়নামতির ড্রিল স্কোয়ারে, ঘর্মাক্ত কলেবরে,
কতইনা ঝরেছে আনন্দাশ্রু, Auld Lang Syne এর সুরে।

কেউতো শোনেনি,
ম্রিয়মান এই সৈনিকের একান্ত নিভৃত অনুভুতির কথা।
সতীর্থরা দেখেছে তাকে আনমনে একই লয়ে পথ হাঁটতে,
তাদেরই মত। তারা কখনো জানেনি তার স্বপ্নের কথা।
যে স্বপ্নে প্রোথিত ছিল একটি ভূগোল আর একটি ইতিহাস।


ঢাকা
০৪ মার্চ ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।